মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৮ এপ্রিল ২০২৫ ২০ : ০১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ঘন, কালো অন্ধকার। একসঙ্গে লোডশেডিং একটি নয়, তিন তিনটি দেশে। সোমবার আচমকাই কারেন্ট চলে যায় স্পেন, ফ্রান্স এবং পর্তুগালের বিস্তীর্ণ অংশে। যার জেরে বন্ধ হয়ে যায় ট্রাফিক লাইট, এয়ারপোর্টের আলো। ব্যাহত হয় ট্রেন এবং মেট্রো চলাচলও।
স্প্যানিশ পাওয়ার গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা জানিয়েছে সোমবার স্পেন এবং পর্তুগালের বিশাল অংশ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে। সমস্যার সমাধান করতে এবং বিদ্যুৎ সরবরাহ ফিরে পেতে তারা বিভিন্ন জ্বালানি কোম্পানিগুলির সঙ্গে কাজ করছে। পর্তুগালের গ্রিড অপারেটর রেডস এনার্জেটিকাস ন্যাসিওনাইস জানিয়েছে সোমবার ভোরে পুরো আইবেরিয়ান উপদ্বীপ এবং ফ্রান্সের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্প্যানিশ পাওয়ার গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা বলেছে, ‘কেন এমন হল তা বিশ্লেষণ করা হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য সব শক্তি প্রয়োগ করা হচ্ছে।’ এটিকে ‘একটি বৃহত্তর ইউরোপীয় সমস্যা’ বলেও অভিহিত করেছে তারা।
স্প্যানিশ রেডিও স্টেশনগুলি জানিয়েছে মাদ্রিদের ভূগর্ভস্থ অংশের কিছু অংশ খালি করা হচ্ছে। ক্যাডার সের রেডিও স্টেশন জানিয়েছে ট্র্যাফিক লাইট কাজ করা বন্ধ করে দেওয়ায় মাদ্রিদ শহরের কেন্দ্রস্থলে যানজট দেখা দিয়েছে।
এদিকে, পর্তুগিজ পুলিশ সূত্রে খবর সারা দেশে ট্র্যাফিক লাইট প্রভাবিত হয়েছে। লিসবন এবং পোর্তোতে মেট্রো এবং ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পর্তুগাল পুলিশ জনগণকে প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছে। ট্র্যাফিক লাইট বিকল হওয়ার দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ধীর গতিতে গাড়ি চালানোর কথাও বলা হয়েছে।
জানা গেছে, লিসবনের হাম্বার্তো ডেলগাডো বিমানবন্দরের কয়েকশো মানুষ অন্ধকারে লাইনে দাঁড়িয়ে ছিলেন, তাদের জন্য এয়ার কন্ডিশনিং বা জল সরবরাহের ব্যবস্থাও ছিল না। দোকানেও কেবল নগদ টাকাই নিচ্ছিল।
স্প্যানিশ ট্রেন অপারেটর রেনফে জানায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বহু ট্রেন বাতিল করা হয়। ই–রেডেস, যারা পর্তুগালের মূল ভূখণ্ডে বিদ্যুৎ সরবরাহ করে, একটি বিবৃতিতে বলেছে যে তারা সংযোগ পুনঃস্থাপনের জন্য কাজ করছে। তবে কেন এমন হল তা এখনও জানা যায়নি।
এটা ঘটনা এই সমস্যার জেরে বিদ্যুৎবিহীন হয়ে যায় মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক বিমানবন্দর। বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। দেশ জুড়ে টেলিযোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়।
কারেন্ট না থাকায় বিপাকে পড়েছে মাদ্রিদের লা পাজ হাসপাতাল, পর্তুগালের একাধিক চিকিৎসাকেন্দ্রও। জানা গেছে, বেলজিয়ামেও বেশ কয়েকটি এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু কেন এমন হল তা স্পষ্ট নয়।
পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডেকেছে স্পেন সরকার। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ফোনের লাইনে অতিরিক্ত চাপ এড়াতে জরুরি পরিস্থিতি ছাড়া নাগরিকদের আপৎকালীন ১১২ নম্বরে ফোন না করার জন্য অনুরোধ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে স্পেনের দু’টি প্রধান বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এন্ডেসা এবং ইবারড্রোলা। অন্য দিকে, পর্তুগালের জাতীয় বিদ্যুৎ কোম্পানি আরইএন (রেন) জানিয়েছে, সম্প্রতি ফ্রান্সের দক্ষিণ–পশ্চিমে অবস্থিত অ্যালারিক পর্বতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেরপিগনান এবং পূর্ব নারবোনের মধ্যেকার একটি হাই–ভোল্টেজ বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সম্ভবত তার জেরেই এই বিপত্তি। যদিও সাইবার হানার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নানান খবর

নানান খবর

বিয়ে করলেও নিতে হবে না দায়িত্ব! নয়া বিবাহে ঝোঁক বাড়ছে চীনের তরুণ প্রজন্মের

পহেলগাঁও হামলা: যে কোনও সময় পাকিস্তানের মাটিতে অনুপ্রবেশ করবে ভারতীয় সেনা, দাবি সে দেশের প্রতিরক্ষা মন্ত্রীর

৯ মে পালিত হবে রুশদেশের মহান দেশপ্রেমিক দিবস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা প্রেসিডেন্ট পুতিনের, কী কারণ জানাল ক্রেমলিন

জন্ম দিন কাটতেই নিজেই নিজের মৃত্যুর খবর পান এক ব্যক্তি

চুরি যাওয়া গাড়ি কিনতে লাখ লাখ ব্যয় করলেন এক ব্যক্তি, কাহিনী শুনলে চোখ কপালে উঠবে!

যুক্তরাষ্ট্রে শিশুদের মায়েদের হঠাৎ নির্বাসন, উঠছে মানবাধিকারের প্রশ্ন

বাড়ির বাগান থেকেই উদ্ধার জুরাসিক যুগের ফসিল, তারপর...

বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি ভিসা ছাড়াই ভ্রমণ করেছিলেন ৫০-টির বেশি দেশ, চিনে নিন তাঁকে

আসছে নতুন ভাইরাস-মানবজন্ম হবে ক্ষণস্থায়ী, চরম সতর্কবার্তা দিলেন বাবা ভাঙ্গা

একমাসে ৮টি খুন, অধিকাংশই মহিলা, শহরে কি নতুন সিরিয়াল কিলার! ভয়ে কাঁপছেন সকলে

ইরানের বান্দার আব্বাসে বিশাল বিস্ফোরণ, আহত অন্তত ৫১৬ জন

বিশ্বজুড়ে শোকের ছায়া: পোপ ফ্রান্সিসের শেষ বিদায়

পহেলগাঁও নিয়ে কড়া বার্তা দিল রাষ্ট্রসংঘ, ভারতের পাশে থাকার আশ্বাস

এখন পাক প্রধানমন্ত্রী বলছেন 'শান্তি চাই', কীসের ভয়ে সুর নরম করছে পাকিস্তান?